সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বুধবার আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সারা দেশে চালানো গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো মামলারই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়নি। আর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলেই বিচার প্রক্রিয়া শুরু হবে।
এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘আশুলিয়া ও রাজধানীর চানখাঁরপুলে হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে খসড়া প্রতিবেদন পেয়েছি। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে করা গণহত্যার মামলার খসড়া প্রতিবেদন হাতে পেয়েছি। আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ হাতে পাবো। আর হাতে পাওয়া মাত্রই তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে।’
শেখ হাসিনার বিরুদ্ধে আসা খসড়া প্রতিবেদনের বিষয়ে তাজুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে, রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে, সব বাহিনীকে ব্যবহার করে সে (শেখ হাসিনা) সারা দেশে গণহত্যা চালিয়েছে–এসব উঠে এসেছে। যে সাক্ষ্য-প্রমাণ আছে, তাতে তাঁর অপরাধ অকাট্যভাবে প্রমাণ করা সম্ভব। বহুমাত্রিক প্রমাণ আমরা পেয়েছি।’
তবে যতগুলো প্রতিবেদন আসবে, সবগুলোতেই তাঁর (শেখ হাসিনা) প্রসঙ্গটি থাকবে বলে জানান চিফ প্রসিকিউটর।