Homeদেশের গণমাধ্যমেমেহেরপুরে যৌথ বাহিনীর অভিযান, লাখ টাকা জরিমানা

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযান, লাখ টাকা জরিমানা


মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে মোটরসাইকেলসহ ঝুঁকিপূর্ণ ৪৫টি যানবাহনকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ঈদ আনন্দ উদযাপনে সড়কে শৃঙ্খলা পরিবেশ ধরে রাখতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সহায়তায় অভিযান চলছে। মঙ্গলবার মেহেরপুর প্রেস ক্লাব, মুজিবনগর কমপ্লেক্স, কেদারগঞ্জ বাজার ও গাংনীতে পৃথক অভিযানে যানবাহন মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মোটরসাইকেলের লাইসেন্স না থাকা, চালকের লাইসেন্স ও হেলমেট না থাকা এবং স্যালোইঞ্জিন চালিত ঝুঁকিপূর্ণ অবৈধ যানবাহনে মানুষ বহনের দায়ে ৪৫টি মামলা দেয় ট্রাফিক কর্মকর্তারা। আইন মেনে সড়কে যানবাহন চালানোর মুচলেকা দেয় আটক যানবাহন মালিক ও চালকরা। প্রাথমিক সতর্কতা হিসেবে তাদের কাছ থেকে ১ লাখ ১০ টাকা জরিমানা আদায় করা হয়।

মেহেরপুর ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, ঈদের আনন্দ উপভোগ করার ক্ষেত্রে সড়কগুলো হয়ে পড়ে অনিরাপদ। অপ্রাপ্ত বয়স্কদের হাতে মোটরসাইকেল এবং স্যালোইঞ্জিনচালিত অবৈধ যানবাহনযোগে টিনেজাররা সড়কে উন্মাদনা করে বেড়ায়। উচ্ছৃঙ্খল এসব কর্মকাণ্ড প্রতিরোধে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে এবার আগেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। যার আলোকে ঈদের দিন থেকে যৌথ বাহিনীর সহায়তায় সড়ক অভিযান পরিচালনা করা হচ্ছে। যা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আসিফ ইকবাল/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত