কাতার থেকে নিজের ফেসবুকে তা উল্লেখ করে অপু বিশ্বাস লিখেছেন, ‘হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত। কারণ, আব্রাহাম তার পাপার পরম আদরে আনন্দ–উল্লাসে ঈদ উদ্যাপন করল। এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে সিক্ত করল। আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা।’ অপু বিশ্বাস ছাড়া কাতারের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গেছেন মনির খান, আঁখি আলমগীর, কনা, ইমরান, বেলাল খান, জিয়াউল হক পলাশ। চিত্রনায়ক আরিফিন শুভ আছেন দেশের বাইরে। জানা গেছে, বলিউডের একটি কাজে তিনি সেখানে আছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঈদ উদ্যাপন করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এবারই প্রথম মা–বাবা এবং স্ত্রী–সন্তান ছাড়া তাঁর ঈদ উদ্যাপিত হয়েছে। তিনি ঈদে কিশোরগঞ্জের বাড়িতে যেতে না পারার কষ্টের কথা এভাবেই বললেন, ‘ঢাকা থেকে যখন প্রতিবার ঈদে বাড়িতে যেতাম, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই পাগল হয়ে যেতাম, কখন বাইরে গিয়ে আড্ডা দেব। খাওয়ার সময় হলেই আব্বু না হয় আম্মা ফোন দিত খাবার খাওয়ার জন্য। বেশির ভাগ সময় বলতাম খেয়ে ফেলেছি! আড্ডাটাই সব সময় প্রাধান্য দিছি। আব্বু প্রায় সময়েই বলত, বাড়িতে একটু সময় দেওয়া যায় বাবা? কখনো ওইভাবে সময়ই দেওয়া হয় নাই! সবাইকে নিয়ে ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, লুডু, ফুটবল, ক্রিকেট খেলাসহ আরও কত কী…আমেরিকা আসার পর মনে হচ্ছে ইশ, যদি একটু বাড়িতে সময় দিতে পারতাম, সবার সঙ্গে সুন্দর আয়োজনে ভালো সময় কাটাতে পারতাম! আহা সময় তুমি কি কঠিন! মন চাইছে, কিন্তু পারছি না।’