Homeজাতীয়ঈদের দ্বিতীয় দিনেও জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল

ঈদের দ্বিতীয় দিনেও জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল


ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে এমন দৃশ্য চোখে পড়ে। সরেজমিনে পর্যবেক্ষণ করা হলে দেখা যায়, চিড়িয়াখানার দিকে যাওয়া সড়কে তীব্র যানজট। ফলে অনেকেই দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে আছেন এবং কেউ কেউ বাস থেকে নেমে হেঁটে চিড়িয়াখানার দিকে যাচ্ছেন।

চিড়িয়াখানার রাস্তার পাশাপাশি ফুটপাতে প্রচুর ভ্রাম্যমাণ দোকান বসেছে, যার ফলে দর্শনার্থীদের চলাচলে সমস্যা হচ্ছে। ফুটপাতে মানুষের ভিড় এতটাই বেশি যে, সেখানে স্বাভাবিকভাবে চলাচলও কঠিন হয়ে পড়েছে।

মো. আরিফ নামের একজন দর্শনার্থী তার ভাগিনার সঙ্গে হাঁটছিলেন। তিনি জানান, যানজটের কারণে গাড়ি এগোতে পারছে না এবং বাসের ভেতর তার ভাগনে গরমে অস্বস্তি বোধ করছিল। তাই তারা হাঁটতে শুরু করেন। মিরপুর-১ এর সনি সিনেমা হল এলাকা থেকে চিড়িয়াখানা পর্যন্ত পৌঁছাতে দর্শনার্থীদের প্রায় এক ঘণ্টা সময় লাগছে।

কামারপাড়া এলাকার মো. জুয়েল রানা তার তিন ভাই এবং তাদের পাঁচ সন্তান নিয়ে চিড়িয়াখানায় এসেছেন। তারা সনি সিনেমা হল এলাকা থেকে বাসে উঠেছিলেন, তবে যানজটের কারণে বাস থেকে নেমে পড়তে হয়। জুয়েল রানা বলেন, ‘বাস থেকে নেমে প্রায় এক কিলোমিটার হেঁটে এসেছি। বাচ্চাদের নিয়ে হাঁটা সত্যিই কঠিন ছিল। এ ছোট্ট রাস্তা আসতে এক ঘণ্টার মতো সময় লেগেছে।’

দিনাজপুর থেকে ১১ জনের একটি দল চিড়িয়াখানা দেখতে এসেছে। তাদের মধ্যে আল আমিন জানান, শিশু ও নারীও সঙ্গে ছিলেন। বাস এবং হেঁটে আসতে তাদের এক ঘণ্টারও বেশি সময় লেগেছে।  





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত