Homeদেশের গণমাধ্যমেসিরাজগঞ্জে ঐতিহ্যবাহী লাঠি খেলা

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী লাঠি খেলা


সিরাজগঞ্জের তাড়াশে ঈদ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। এই লাঠি খেলাকে কেন্দ্র করে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। লাঠির আঘাত থেকে বাঁচতে ঢাল দিয়ে বারবার প্রতিহত করছেন প্রতিপক্ষের আক্রমণ। আর সুযোগ মতো গায়ে লাগাতে পারলেই যোগ হচ্ছে পয়েন্ট।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার মাগুরাবিনোদ ইউনিয়নের গৌরীপুর মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়। খেলাটির আয়োজন করেন তরুণদের সংগঠন ‌‘বিটপী’।

ঐতিহ্যবাহী এ খেলা দেখতে আসে শিশু থেকে বৃদ্ধ বয়সের হাজারো দর্শক। সবার দাবি ঐতিহ্যবাহী এই খেলা আয়োজন যেন অব্যাহত থাকে। যেন নতুন প্রজন্ম লাঠিবাড়ি খেলার ঐতিহ্য ধরে রাখতে পারে। অন্যদিকে আয়োজকরা বলছেন, তারাও চেষ্টা করবেন প্রতি বছর এমন আয়োজন করার।

ঘরগ্রামের লাঠিয়াল আবু বক্কার জাগো নিউজকে বলেন, বাপ দাদাকে দেখেছি এই খেলা খেলতে, তাই খেলা শিখেছি। এই লাঠিবাড়ি খেলা খেলে অনেক আনন্দ পাই। তাই তরুণদের ডাকে সাড়া দিয়ে খেলতে আসছি।

গৌরীপুর গ্রামের ৭০ বছরের বৃদ্ধা আবুল হোসেন জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন পর লাঠিবাড়ি খেলা দেখলাম। আমরা চাই বর্তমান সময়ের ছেলেরা এই ঐতিহ্য ধরে রাখুক।

লাঠিবাড়ি খেলার সঞ্চালক ব্যাংক কর্মকর্তা আলহাজ উদ্দিন জাগো নিউজকে বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য বহন করা লাঠিবাড়ি খেলাটি প্রায় হারিয়ে গেছে। তাই গ্রামের তরুণরা এই খেলার আয়োজন করেছিল। আমরা চাই প্রতি বছর এই খেলাটির আয়োজন করা হোক।

এম এ মালেক/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত