Homeদেশের গণমাধ্যমেফের মাদক সম্রাজ্ঞী কোহিনুর গ্রেপ্তার

ফের মাদক সম্রাজ্ঞী কোহিনুর গ্রেপ্তার


কুমিল্লার দাউদকান্দি পৌরসভার মাদক সম্রাজ্ঞী কোহিনুরকে (৪৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ ছাড়াও তার কাছে থাকা ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার দোনারচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, সেনাবাহিনীর একটি টিম ও দাউদকান্দি মডেল থানার এসআই হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করে পৌরসভার দোনারচর গ্রাম থেকে নারী মাদক কারবারি কোহিনুরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ৫৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৭৩ হাজার টাকা জব্দ করেছে যৌথবাহিনী।

গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েদ চৌধুরী। তিনি জানান, কোহিনুর পৌর এলাকার একজন মাদক কারবারি। মঙ্গলবার যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। বুধবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে৷





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত