বেলা দুইটার দিকে প্রথম আলোর একজন প্রতিবেদক মগবাজার থেকে কারওয়ান বাজারের দিকে রওনা দেন। রিকশায় এটুকু পথ আসতে এক ঘণ্টার বেশি সময় লাগে তাঁর। প্রতিবেদক বলেন, ‘কারওয়ান বাজার রেলগেটের কাছে এসে যানবাহন চলছিল না একেবারে। এ সময় আমার মতো অনেককেই যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যস্থলের দিকে রওনা হতে দেখা গেছে।’
সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবের কাছের সড়কে অবরোধ করার একই সময় মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও রাস্তায় নেমে আসেন বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খন্দকার নাজমুল হাসান। তিনি বলেন, রাজধানীর সড়কগুলো হলো নার্ভের মতো। একটির সঙ্গে আরেকটির যোগসূত্র আছে। কোথাও বন্ধ হয়ে গেলে পুরো নগরে এর প্রভাব পড়ে। আজও তা–ই হয়েছে।