কিংস কাপ থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। শেষ ষোলোর লড়াইয়ে তারা ১-০ গোলে আল-তাউয়ুনের কাছে হেরেছে। স্টপেজ টাইমে পেনাল্টি মিস করেছেন রোনালদো।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী দুই বছর আগে আল নাসরে যোগ দেওয়ার পর এখনও বড় কোনও ট্রফি জয়ের স্বাদ পাননি। ম্যাচের ২০ মিনিট বাকি থাকতে অগ্রগামিতা পায় আল-তাউয়ুন। হেড করে গোল করেন ওয়ালিদ আল আহমেদ।
আল নাসরের সুযোগ ছিল সমতায় ফেরার। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফাউল করেছিলেন ওয়ালিদ। যার ফলশ্রুতিতে পেনাল্টি পায় আল নাসর। দুর্ভাগ্য প্রথমবার আল নাসরের হয়ে পেনাল্টি মিস করেছেন প্রাণভোমরা রোনালদো। অথচ আগের ১৮বারই পেনাল্টিকে গোলে রুপান্তরিত করতে পেরেছিলেন তিনি। কিন্তু এবার শট নিলেও সেটা চলে যায় বারের ওপর দিয়ে। তাতে স্তব্ধ হয়ে পড়ে রিয়াদের আল আওয়াল পার্ক।
হারটা স্তেফানো পাউলির অধীনে আল নাসরের প্রথম পরাজয়। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর আল নাসর কোচ বলেছেন, ‘কৌশলগত আমরা ভালো পারফর্ম করেছি। কিন্তু জিততে পারিনি। ছিটকে যাওয়ায় অবশ্যই হতাশ লাগছে। কিন্তু এখনও মৌসুমে দুটি ট্রফি জয়ের সুযোগ আছে। আমরা সেজন্য সেরাটা দিবো।’