ওসি রাসেল সারোয়ার আরও বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩৫ জনকে ছেড়ে দেওয়া হয়। একজনের হাত ভেঙে যাওয়ায় তাঁকে শেরেবাংলা নগর এলাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। অন্য ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
পূর্বাচল অ্যাপারেলস লিমিটেডের মহাব্যবস্থাপক মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা মাসিক ভাড়ায় বাসটি নিয়ে ঢাকা থেকে পোশাকশ্রমিকদের আনা-নেওয়া করেন। আহত শ্রমিকদের কারখানার পক্ষ থেকে চিকিৎসার খরচ বহন করা হচ্ছে।