দুই সপ্তাহ আগে ১৪ মার্চ ভারতের এস পাত্তাভী অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেডের কাছ থেকেও ৫০ হাজার টন নন বাসমতী সেদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছিল ক্রয় কমিটি। তখন প্রতি টন চালের দাম ধরা হয়েছিল ৪২৯ দশমিক ৫৫ মার্কিন ডলার। সেই হিসাবে দুই সপ্তাহের ব্যবধানে চালের আমদানি দাম একটু কম পড়ছে।
এক মাসের একটু বেশি আগে গত ২০ ফেব্রুয়ারি একই ধরনের চাল আমদানির দাম ছিল প্রতি টন ৪৩৪ দশমিক ৫৫ মার্কিন ডলার। ভারতের পাশাপাশি পাকিস্তান, ভিয়েতনাম ও সিঙ্গাপুর থেকেও চাল আমদানি করছে বাংলাদেশ।