ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের প্রায় ১৬ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা যাত্রীরা।
বুধবার (২৬ মার্চ) রাতে মহাসড়কের ঢাকামুখী লেনে এ যানজট শুরু হয়। এরপর থেকে ধীরগতিতে চলছে যানবাহন।
পুলিশ ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ৯টা থেকে মহাসড়কের ঢাকামুখী লেনের যাত্রাবাড়ী থেকে সোনারগাঁয়ের মদনপুর পর্যন্ত যানবাহনগুলো প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে আটকে ছিল। ফলে অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে হেঁটে রওনা দেন।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাক আর কাভার্ডভ্যান আটকানোর কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট যাত্রাবাড়ী থেকেই শুরু হয়েছে।
যানজটে ভোগান্তির কথা উল্লেখ করে আবির সিকদার নামে এক যাত্রী বলেন, সোনারগাঁয়ের চৌরাস্তা থেকে রাজধানীর পল্টনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্তু তীব্র যানজটের কারণে চিটাগাং রোড এসে আটকে পড়েছি। এখন কী করবো, ঠিক বুঝতে পারছি না।
মহাসড়কের শিমরাইল মোড়ে আটকা পড়া সিএনজিচালিত অটোরিকশা চালক রহমান মিয়া বলেন, হঠাৎ করেই রাতের বেলা যানজটের সৃষ্টি হয়েছে। শুনেছি ঢাকা থেকেই যানজটের শুরু হয়। এখন দুই ঘণ্টার বেশি যাত্রী নিয়ে বসে আছি।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বাংলা ট্রিবিউনকে বলেন, মূলত ঢাকা থেকে এই যানজট শুরু হয়েছে। ঢাকায় বিভিন্ন যানবাহন দেরিতে প্রবেশ করছে। সেই যানবাহনের চাপ ঢাকা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের দিকে এসেছে। তবে সময়ের ব্যবধানে যানজটের তীব্রতা এখন অনেকটা কমে এসেছে। কোনও কোনও সড়কে গাড়ি ধীরগতিতে চলাচল করছে, আবার কোনও সড়কে স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়েছে।