Homeখেলাধুলাশো অফ করে স্কালোনির বকা খেলেন এমি মার্টিনেজ

শো অফ করে স্কালোনির বকা খেলেন এমি মার্টিনেজ


বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আরও একবার দেখিয়ে দিল কেন তারা বিশ্বের সেরা দল! দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের হাইভোল্টেজ লড়াইয়ে ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করল আলবিসেলেস্তেরা। তবে ম্যাচ চলাকালীন এক মজার ঘটনা নজরে আসে—গোলরক্ষক এমি মার্টিনেজ শো অফ করতে গিয়ে কোচ লিওনেল স্কালোনির রাগের শিকার হন!

মনুমেন্টালে ব্রাজিলের বিপক্ষে দাপুটে জয় প্রায় নিশ্চিত হওয়ার পর, ম্যাচের শেষ দিকে এমি মার্টিনেজ নিজের পেনাল্টি বক্সেই শো বোটিং শুরু করেন! তিনি বল নিয়ে ‘কিপ-আপ’ করছিলেন, যা ফুটবলে সাধারণত আক্রমণভাগের খেলোয়াড়রা করে থাকেন। কিন্তু এই আচরণ মোটেও ভালোভাবে নেননি কোচ স্কালোনি। সাইডলাইনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ইশারায় মার্টিনেজকে সতর্ক করেন এবং খেলা চালিয়ে যেতে বলেন।

এই ম্যাচে জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ানো সিমিওনের গোলে সহজ জয় পায় আর্জেন্টিনা। যদিও দলীয় অধিনায়ক লিওনেল মেসি চোটের কারণে মাঠে নামতে পারেননি, তবে টিভির সামনে বসে সতীর্থদের এই দাপট উপভোগ করেছেন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দলের জয় উদযাপন করে প্রশংসা করেন।

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনা আগামী জুনে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি হবে। এই ছন্দ ধরে রাখতে মরিয়া স্কালোনির শিষ্যরা!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত