Homeবিনোদনএই সিনেমার জন্য অপেক্ষা করছিলাম : দর্শনা

এই সিনেমার জন্য অপেক্ষা করছিলাম : দর্শনা


ঈদুল ফিতর উপলক্ষে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি ব্যস্ত হয়ে পড়েছে নতুন সিনেমা মুক্তি নিয়ে। এবারের ঈদে মুক্তির তালিকায় নতুন করে নাম লিখিয়েছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের আটকে থাকা সিনেমা ‘অন্তরাত্মা’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। চার বছর আটকে থাকার পর সিনেমাটি মুক্তির মুখ দেখায় আনন্দিত এই নায়িকা কথা বলেছেন কালবেলার সঙ্গে।



কলকাতার নায়িকা দর্শনা বণিক। ছবি: ফেসবুক থেকে

‘আন্তরাত্মা’ অবশেষে মুক্তি পাচ্ছে কেমন লাগছে?
বাংলাদেশে আমি এরই মধ্যে অনেকগুলো কাজ করেছি। এটি এই দেশে আমার দ্বিতীয় সিনেমা। কাজটি অনেক আগে সম্পন্ন হলেও মুক্তি পাচ্ছিল না। যার কারণে একটু মন খারাপও হচ্ছিল। তবে নির্মাতা ও প্রযোজক ‘আন্তরাত্মা’ মুক্তির জন্য সঠিক সময় বেছে নিয়েছে বলে আমি মনে করি। অবশেষে সিনেমাটি মুক্তি পাওয়ায় আমি খুবই আনন্দিত।

‘আন্তরাত্মা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে দর্শনা বণিক। ছবি: ফেসবুক থেকে

সিনেমার প্রচারণায় বাংলাদেশে আসা হবে?
ইচ্ছা ছিল বাংলাদেশে আসার। কারণ ঈদ কেন্দ্র করে বাংলাদেশে অনেক মজা হয়। আমার নতুন একটি সিনেমার শুটিং হচ্ছে লখনউতে, তাই আশা হচ্ছে না। তবে আসতে পাড়লে ভালো লাগতো।

ঈদে তো আরও সিনেমা মুক্তি পাবে, প্রতিযোগিতায় অন্তরাত্মা কতটা সফলতা পাবে বলে আপনি আশাবাদী?

আমি খবর পেলাম বাংলাদেশে এবার অনেকগুলো ছবি মুক্তি পাচ্ছে। যা দর্শকের জন্য আসলেই আনন্দের সংবাদ। আমার তরফ থেকে বাংলাদেশের ভক্তদের বলবো, শুধু ‘আন্তরাত্মা’ অথবা ‘বরবাদ’ নয়। মুক্তি পাওয়া প্রতিটি সিনেমাকে আপনারা সমর্থন করুন। কারণ একটি সিনেমা নির্মাণের পিছনে যে ত্যাগ ও পরিশ্রম থাকে তা তখনই সফল হয়, যখন আপনারা কাজটিকে সমর্থন করবেন। তাই আমার অনুরোধ থাকবে আপনার সবাই নতুন সিনেমার সঙ্গে থাকুন।

এবারের ঈদে কলকাতার আরও একজন নায়িকা ইধিকা পালের সিনেমা বাংলাদেশে মুক্তি পাবে। দুজনের নায়কি শাকিব খান। বিষয়টি কেমন লাগছে…

বিষয়টি ভাল লাগছে। কারণ ইধিকা পাল ও আমি দুজনই কলকাতার। আবার দুজন একই নায়কের বিপরীতে আছি। এটি ভালো লাগার হলেও আমি প্রতিটি সিনেমা দেখার জন্যেই দর্শকদের অনুরোধ করবো। এছাড়া যীশু দাদাও আমাদের সঙ্গে আছেন।

দর্শনা বণিক। ছবি: ফেসবুক থেকে

এদেশের কোন বিষয়টি আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন…

আমি বাংলাদেশের আতিথেয়তা এবং এ দেশের মানুষের হৃদয় দিয়ে যে ভালোবাসা, তা পৃথিবীর কোথাও আমি পাইনি। এছাড়া ঢাকার খাবার আমি অসম্ভব ভালোবাসি। তাইতো ঢালিউড থেকে যখনই কাজের সুযোগ আসে। কখনোই না করি না আমি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত