Homeজাতীয়দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে: গিয়াসউদ্দিন

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে: গিয়াসউদ্দিন


নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এ দেশকে ভালোবাসতে হবে। এ দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করে এ দেশকে উন্নত একটি দেশে পরিণত করতে হবে। এ দেশে যাতে করে কোন মানুষ দুঃখ-কষ্টে না থাকে।

তিনি আরো বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করতে হবে। মাদকমুক্ত এলাকা প্রতিষ্ঠা করতে হবে। মানুষের প্রতি মানুষের দরদ ভালোবাসা প্রতিষ্ঠা করতে হবে। সকল সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। মানুষের হৃদয়ে মানবিক গুণাবলী থাকতে হবে। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা সম্পন্ন হতে হবে।

বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইকরা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আর্থিক অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে ইকরা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিদ্দিকীয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হোসাইন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মাহাদ আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী, মো. ফয়সাল নেওয়াজ রানা ও  উত্তর আজিবপুর আউলাবন বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি আবুল হোসেন আবুল প্রমূখ। 

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জকে একটি ভালো জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এ জেলা যেন একটি উদাহরণ হয় অন্যান্য জেলার সাথে তুলনা করলে সবচেয়ে উত্তম জেলা এটি। এখানকার মানুষের মানবিক গুণাবলী উৎকর্ষ সাধন করার মাধ্যমে এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানব কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করে পরকালের কল্যাণ যেন আমরা লাভ করতে পারি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত