Homeবিনোদনঈদে উত্তরায় চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

ঈদে উত্তরায় চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা


ঈদের দিন নতুন শাখা উদ্বোধন করতে যাচ্ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে চালু হচ্ছে নতুন এই শাখা। ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সিনেপ্লেক্স চালু করার মাধ্যমে দেশে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স।

ধীরে ধীরে ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে চালু হয়েছে এর নতুন নতুন শাখা। বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে তৈরি সিনেপ্লেক্সের নতুন শাখাটি দর্শকদের জন্য খুলে দেওয়া হবে ঈদের দিন থেকে। ওই দিন থেকেই দর্শকেরা এখানে সিনেমা দেখতে পারবেন।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘এই এলাকার দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল একটি ভালো মানের সিনেমা হল। অনেক দর্শক আমাদেরকে সরাসরি এবং অনলাইনে অনুরোধ জানিয়েছিলেন, উত্তরা এলাকায় একটি শাখা চালু করার জন্য। অবশেষে তাদের সেই অনুরোধ পূরণ করতে পেরে আমরা আনন্দিত।’

মেসবাহউদ্দিন জানিয়েছেন, চারটি হল আছে এই মাল্টিপ্লেক্সে। এর মধ্যে একটি ভিআইপি হল, একটি রয়েল হল এবং দুটি প্রিমিয়াম হল। আসনসংখ্যা যথাক্রমে ৮৩, ৪৮, ১৭৫ ও ৩৩১টি। হলগুলোতে থাকছে নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের নানাবিধ সুবিধা।

সারাদেশে ১০০টি হল নির্মাণের কথা জানিয়েছিল স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সেই বিষয়ে জানতে চাইলে মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘ধারাবাহিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এরই মাঝে আমরা সারা দেশের বিভিন্ন অঞ্চলে সিনেপ্লেক্সের শাখা চালু করেছি। দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসারে এই উদ্যোগ অব্যাহত থাকবে। উত্তরা, টঙ্গী, সাভার, গাজীপুরসহ আশপাশের এলাকার দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে উত্তরার কাছাকাছি বড় পরিসরে নতুন এই শাখাটি স্থাপনের উদ্যোগ নিয়েছি আমরা। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় আরও কয়েকটি শাখা চালু করা হচ্ছে। ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, বগুড়া ও চট্টগ্রামে নতুন শাখার কাজ চলছে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত