Homeদেশের গণমাধ্যমেবড় হারের পর ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

বড় হারের পর ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক


প্রকাশিত: ১২:৩৪, ২৬ মার্চ ২০২৫  
আপডেট: ১২:৩৫, ২৬ মার্চ ২০২৫


দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় বুধবার (২৬ মার্চ) সকালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ধরাশায়ী হয়েছে ব্রাজিল। ভালো খেলার প্রত্যয় নিয়ে আর্জেন্টিনায় গিয়ে লজ্জাজনক হারকে সঙ্গী করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হেরেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। এই হারের পর ব্রাজিলের অধিনায়ক মারকিনহোস ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।

ব্রাজিলিয়ান টিভি গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে মারকিনহোস বলেন, ‘‘আমরা যা করেছি, তা আর কখনো হতে দেওয়া যাবে না। এই মুহূর্তে কথা বলা কঠিন… এটা লজ্জাজনক।’’  

তিনি আরও বলেন, ‘‘আমরা খুব খারাপভাবে ম্যাচ শুরু করেছি, আমাদের সামর্থ ও সক্ষমতার অনেক নিচে পারফরম্যান্স করেছি। ওরা (আর্জেন্টিনা) এখন দুর্দান্ত ফর্মে আছে। অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলছে। তারা বুদ্ধিমত্তার সঙ্গেও খেলেছে। আমাদের সমর্থকদের জন্য আমি দুঃখিত।’’  

ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র দায়িত্ব নেওয়ার পর থেকে ১৬ ম্যাচের মধ্যে মাত্র ৭টিতে জয় পেয়েছেন। এখন পর্যন্ত তিনি ব্রাজিলের সমর্থকদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন। তবে মারকিনহোস মনে করেন, কেবল কোচের দোষ দেওয়া ঠিক হবে না, ‘‘এটা শুধু কোচের দোষ নয়, আমাদেরও (খেলোয়াড়দের) দোষ আছে। ফুটবলে কোনো গোপন জাদু নেই, যেখানে একটা সিদ্ধান্ত নিলেই সব ঠিক হয়ে যাবে। আমাদের সবাইকে আরও ভালো করতে হবে। নিজেদের ভুল স্বীকার করতে হবে।’’

আর্জেন্টিনার কাছে ৪-১ ব্যবধানের হার ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম লজ্জাজনক। নিকট অতীতে আলবিসিলেস্তাদের কাছে এতো বড় ব্যবধানে কখনো হারেনি সেলেসওরা। সবশেষ ১৯৬০ সালে ৪-২ ব্যবধানে হেরেছিল। এবার সেটাকেও ছাড়িয়ে গেল ডরিভাল জুনিয়রের শিষ্যরা।

ঢাকা/আমিনুল





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত