Homeদেশের গণমাধ্যমেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার নেতৃত্বে দীপ্ত-অক্ষর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার নেতৃত্বে দীপ্ত-অক্ষর


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (জেইউমুনা) এর ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী দীপ্ত মোদক জয় সভাপতি এবং পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ইফরাত আমিন অক্ষর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে তাদের দায়িত্ব গ্রহণ করেন। তারা উভয়ই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম আবর্তনের শিক্ষার্থী।

রোববার (২৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটি।

নতুন এ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি পদে মাইক্রোবায়োলজি বিভাগের ফাহমিদা সুলতানা তামান্না, সহসভাপতি পদে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের হিবাতুন নূর আকিব, ভূগোল ও পরিবেশ বিভাগের সাইফুল্লাহ আনসারি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মাঈশা সামিহা। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সাবরিনা মৌ রূম্পা এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মুনতাসির মাহমুদ সামি। যুগ্ন-সাধারণ সম্পাদক পদে বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিভাগের প্রজ্জ্বল বালা এবং অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের আবদুল্লাহ আল মেহেদী।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে অর্থনীতি বিভাগের মো. জুবায়ের ইসলাম জয়। উপ-সাংগঠনিক সম্পাদক পদে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তৌহিদুর রহমান সিয়াম এবং লোকপ্রশাসন বিভাগের আরকানুর দৌলা ফারদিন ও কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের ফাহাদ হাসান পলক। তারা সকলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম আবর্তনের শিক্ষার্থী।

নবনির্বাচিত সভাপতি দীপ্ত মোদক জয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সম্মেলন আয়োজন ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি বিভিন্ন বৈশ্বিক বিষয়ে সচেতনতা তৈরির জন্য কাজ করে যাচ্ছে। আমরা সবসময় গবেষণামূলক চিন্তাধারা ও নেতৃত্বগুণ বিকাশে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, এরই ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও আমরা আমাদের সদস্যদের সাথে নিয়ে আন্তর্জাতিক মানের সম্মেলন আয়োজন, দক্ষতা উন্নয়ন ও বৈশ্বিক সমস্যা সমাধানে তরুণদের সম্পৃক্ত করতে কাজ করে যাবো।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত