ফুটবলপ্রেমীদের মাঝে উত্তেজনা ছড়িয়েছে ডেনমার্কের স্ট্রাইকার রাসমুস হয়লুন্দের ‘সিউ’ উদযাপন। ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে একমাত্র গোল করে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড হয়লুন্দ রোনালদোর বিখ্যাত উদযাপন অনুকরণ করেন। সেই মুহূর্তেই মাঠে ছিলেন খোদ ক্রিশ্চিয়ানো রোনালদো! তবে এই ঘটনাকে নেতিবাচকভাবে না নিয়ে বরং ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী পর্তুগিজ মহাতারকা।
‘এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই,’ বলেন রোনালদো। ‘আমি জানি, সে আমাকে অসম্মান করার জন্য এটা করেনি। বরং, বিশ্বজুড়ে অনেক খেলোয়াড়ই আমার উদযাপন অনুকরণ করে, এটি আমার জন্য সম্মানের।’
তবে রোনালদো হয়লুন্দের উদ্দেশ্যে হাসিমুখে বলেন, ‘আশা করি, কাল সে আমার উদযাপন দেখবে!’
রোনালদো স্বীকার করেছেন, প্রথম লেগে তিনি ও তার দল ভালো খেলতে পারেননি। কিন্তু লিসবনের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। পর্তুগালের ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি চাই সমর্থকেরা আমাদের পাশে থাকুক, তাদের শক্তিই আমাদের সামনে এগিয়ে নেবে।’
এই উত্তেজনাপূর্ণ দ্বৈরথের পরের অধ্যায় কী হবে, তা জানার অপেক্ষায় ফুটবল দুনিয়া!