Homeপ্রবাসের খবরঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ – প্রবাস খবর

ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ – প্রবাস খবর


বগুড়ার ধুনট উপজেলায় ইফতারের পর বিশ্রামের সময় ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মাহমুদ হোসেন (৪০) নামে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে শনিবার (২২ মার্চ) রাতে মাহমুদ হোসেনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মাহমুদ হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বগা-জোলাগাতী গ্রামের মোকার আলীর ছেলে। সে স্থানীয় বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী একজন অটোভ্যানচালক। আর মাহমুদ হোসেন ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে। ফসলের ক্ষেত থেকে সবজি তুলে বাজারে নেয়ার জন্য মাহমুদ প্রতিবেশী ওই গৃহবধূর স্বামীর অটোভ্যান ব্যবহার করে। এ সুবাদে ওই গৃহবধূর স্বামীর সঙ্গে মাহমুদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে অটোভ্যান চালকের বাড়িতে যাতায়াতের এক পর্যায়ে ওই গৃহবধূর প্রতি কু-দৃষ্টি পড়ে মাহমুদের।

এ অবস্থায় ১৯ মার্চ স্বামী-স্ত্রী এক সঙ্গে ইফতার শেষে স্বামী বাড়ির অদূরে বাজারে যায়। তখন ওই বাড়িতে অন্য কোনো লোকজন না থাকার সুযোগে মাহমুদ ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর স্বামী ঘরে ঢুকে মাহমুদকে আটকের চেষ্টা করে ব্যর্থ হয়। ঘটনার পর পলাতক থাকায় এ বিষয়ে মাহমুদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ভিকটিমের জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়া আদালতে এবং শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সূত্রঃ চ্যানেল ২৪

এ ইউ/  



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত