Homeখেলাধুলাশুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল

শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল


বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলের ১৮ তম আসর শুরু হচ্ছে শনিবার (২২ মার্চ)। যেখানে প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)। তবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আগে বৃষ্টির সম্ভাবনা ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। তবে তবুও ভক্তদের মধ্যে উন্মাদনা থেমে নেই এবার নতুন নিয়ম, নতুন অধিনায়ক ও বিতর্কিত সালাইভা ব্যবহারের অনুমতি ফিরিয়ে আনা নিয়ে আলোচনা তুঙ্গে। দেখে নেয়া যাক আইপিএলের ১৮তম আসরের নতুন সব কিছু।

ফিরে আসছে সালাইভা ব্যবহারের অনুমতি

কোভিড-১৯ মহামারির পর থেকে বল চকচকে করতে সালাইভা ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। যদিও আইসিসি ২০২২ সালে এটি স্থায়ীভাবে নিষিদ্ধ করেছিল, আইপিএল তার নিজস্ব নিয়ম অনুসরণ করে এবার আবার এটি ফিরিয়ে এনেছে। বিসিসিআই জানিয়েছে, অধিকাংশ দলের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বল সুইং করানোর ক্ষেত্রে বোলারদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

নতুন নিয়ম: শিশিরে প্রভাব কমাতে বদল আসছে আইপিএলে

সন্ধ্যার ম্যাচে শিশিরের কারণে বোলারদের অসুবিধা হয়। এবার নতুন নিয়ম অনুযায়ী, আম্পায়াররা যদি শিশিরের প্রভাব বেশি মনে করেন, তাহলে দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর নতুন বল দেওয়া হবে। তবে এটি শুধু রাতের ম্যাচে কার্যকর হবে, দিনের ম্যাচগুলোতে নয়। এছাড়া ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) এখন থেকে উচ্চতার কারণে ওয়াইড এবং অফ-সাইড ওয়াইড বলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যাবে।

নতুন অধিনায়ক, নতুন কৌশল

এবার সাতটি দল নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামছে। সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত হলো ভারতের জাতীয় দলে এখনো টি-টোয়েন্টি না খেলা রাজত পাটিদারকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অধিনায়ক করা। দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব নিয়েছেন অক্ষর প্যাটেল, আর পাঞ্জাব কিংসের অধিনায়ক হয়েছেন শ্রেয়াস আইয়ার।

ধোনির শেষ আইপিএল?

৪৩ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি শুধু আইপিএলেই খেলেন, যা তাকে আরও রহস্যময় করে তুলেছে। প্রতিবারই প্রশ্ন ওঠে, এটাই কি তার শেষ আইপিএল? এবারও ভক্তদের মধ্যে এ নিয়ে কৌতূহল তুঙ্গে।

উদ্বোধনী ম্যাচে নজর থাকবে কার দিকে?

ইডেন গার্ডেন্সে কেকেআর ও আরসিবির ম্যাচটি আইপিএলের ইতিহাসের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ। কেকেআর শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে নামবে, আর কোহলির আরসিবি সেই বহুল প্রতীক্ষিত প্রথম ট্রফির জন্য মরিয়া থাকবে। তবে ম্যাচের আগে কলকাতায় প্রবল বৃষ্টির সম্ভাবনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আইপিএল ২০২৫ নতুন নিয়ম, অধিনায়ক ও তারকাদের নিয়ে আরও আকর্ষণীয় হতে যাচ্ছে। এবার কে বাজিমাত করবে, তা সময়ই বলে দেবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত