‘নতুন করে যে সংবিধান লেখা হবে, তাতে পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্বসহকারে উল্লেখ করা হবে। উন্নয়ন হলো ফ্যাসিস্টদের শব্দ। উন্নয়নের কথা বলে তারা আমাদের গণতন্ত্র হরণ করেছে, পরিবেশ ধ্বংস করেছে। বর্তমান সরকার নদী হত্যাকারী ফ্যাসিস্টদেরও বিচার করবে।’
‘ফ্যাসিবাদের কবলে নদী’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এ কথাগুলো বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার বিকেলে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আমরা দেখি, হাওরের রাস্তায় আলপনা আঁকা হয়, পরে সেই রং গিয়ে পানিতে পড়ে। এতে অনেক মাছ মারা যায়। পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে কথা বলা লোকের সংখ্যা বর্তমান সমাজে একেবারেই কম। তাই নদী দখলকারীদের বিরুদ্ধে নতুন করে আইন করা যায় কি না, তা ভেবে দেখা হচ্ছে।’