পিরোজপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শহীদুল ইসলাম। মঙ্গলবার কর্মস্থলে যোগ দিয়েছেন তিনি।
গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. শহীদুল ইসলামকে চার বছরের জন্য বশেমুরবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় উপাচার্য।