রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটামের মধ্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) সাক্ষাৎ করেছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (২৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এলে এ বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল প্রশ্ন এড়িয়ে যান। এ সময় তার সঙ্গে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সাংবাদিকরা কথা বলতে চাইলে আসিফ নজরুল বলেন, আমি প্রত্যেক দিন কথা বলতে পারবো না। আমরা (ট্রাইব্যুনালের) কাজের অগ্রগতি দেখতে আসছি। খুব ভালোভাবে কাজ এগোচ্ছে। আশা করি ইনশাআল্লাহ ৩ কী ৪ নভেম্বর, রবিবার যেদিন, সেদিন থেকে এই বিল্ডিংয়ের কার্যক্রম শুরু হবে।
এসময় সাংবাদিক জানতে চার– স্যার, গতকাল আপনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন…। প্রশ্ন শেষ না করতেই আইন উপদেষ্টা বলেন- না ভাই, এটা নিয়ে কথা বলবো না। ব্যস্ত আছি….। এরপর তিনি গাড়িতে উঠে বেরিয়ে যান।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে দুই উপদেষ্টা সুপ্রিম কোর্টের মূল ভবনে প্রধান বিচারপতির দফতরে যান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি বলেছিলেন, আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে কোনও দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি।
এ বক্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে সমাবেশ করেছেন। একদল লোক বঙ্গভবনের সামনেও অবস্থান নিয়েছেন।
এ অবস্থায় মঙ্গলবার দুপুরের পর ৪০ মিনিটের মতো প্রধান বিচারপতির সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বৈঠক করেন। তবে সাক্ষাতের বিষয়বস্তু জানা যায়নি।
আরও পড়ুন-
বঙ্গভবনে প্রবেশের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা সেনাবাহিনীর
রাষ্ট্রপতির প্রশ্নে আসিফ নজরুলের মতামতের সঙ্গে একমত সরকার
প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার বৈঠকে কী আলোচনা হলো?
রাষ্ট্রপতির পদত্যাগসহ ৫ দাবি বৈষম্যবিরোধীদের
বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি হাসনাত আবদুল্লাহর
রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ
শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই: রাষ্ট্রপতি
স্ববিরোধী কথাবার্তায় রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়: আসিফ নজরুল
শেখ হাসিনার পদত্যাগ: মীমাংসিত বিষয়ে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির