দীর্ঘ ৭ বছর পর সিক্স-এ-সাইড টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে হংকং। মাত্র ছয় ওভার ও ছয় জনের দলের ‘হংকং সিক্সেস’ নামে এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের জন্য ইয়াসির আলী চৌধুরী রাব্বির নেতৃত্বে সাত জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইয়াসির ছাড়াও দলে আরও আছেন আবদুল্লাহ আল মামুন, আবু হায়দার রনি, জিসান আলম, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও সোহাগ গাজী। চারটি পুল বা গ্রুপে মোট ১২টি দলকে ভাগ করে রাখা হয়েছে। বাংলাদেশের অবস্থান পুল ‘ডি’ তে। বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা ও ওমান।
এ ছাড়া পুল ‘এ’ তে আছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং স্বাগতিক হংকং ও চায়নার যৌথ দল। পুল ‘বি’ তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নেপাল। আর পুল ‘সি’তে ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
১ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্টটি। সংক্ষিপ্ত দৈর্ঘ্যের ম্যাচ হওয়ায় তিন দিনের মধ্যেই শেষ হবে টুর্নামেন্টটি। প্রথম দিনেই ওমান ও শ্রীলঙ্কার বিপক্ষে পুল বা গ্রুপ পর্বের দুটি ম্যাচ শেষ করে ফেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দল: ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আব্দুল আল মামুন, আবু হায়দার রনি, জিসান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম ও সোহাগ গাজী।