Homeবিনোদনমঞ্চে ‘হকারদের গান’

মঞ্চে ‘হকারদের গান’



তার মানে এই নয়, রাজধানীর হকাররা বিক্রি বন্ধ করে সমবেত হবে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, মঞ্চে উঠে শোনাবে যে যার মতো গান! সেটা না হলেও, হকারদের পক্ষ থেকেই ২০ ও ২১ মার্চ বিকাল সাড়ে ৩টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হকারদের গান’ নামের বিশেষ একটি নাট্য-প্রদর্শনী। এটির আয়োজনে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। নাটকটি পরিচালনা করেছেন যাযি আয়ুন।

নির্দেশকের মতে, ‘হকারদের গান’ একটি জীবনমুখী হাস্যরসাত্মক প্রচেষ্টা, যা রাস্তার হকারদের জীবিকা ও সংগ্রামকে ফুটিয়ে তোলে। দীর্ঘ আন্তর্জাতিক কর্মজীবনে যাযি আয়ুন সবসময় তার কাজে দৈনন্দিন জীবনকে প্রকাশের চেষ্টা করেছেন, যা আমাদের চারপাশে রয়েছে।

নাচ, গান, পুতুলনাচ এবং ক্লাউনিং সবই এই পরিবেশনার অংশ। চরিত্রগুলো দর্শকদের স্পর্শ করবে এবং তাদের ত্রুটির মাঝেও হাসাতে সক্ষম হবে। বাস্তব জীবনের মতো, এখানে সবসময় নৈতিকতা জয়ী হয় না, বরং হাসি। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

এতে অভিনয় করেছেন ইমাম হোসেন, এম এস রানা, পি কে ফজল, সুরাইয়া টি মউ প্রমুখ। নাট্য রচনায় এবং প্রযোজনায় দলের সদস্যরা। লেখা ও নির্দেশনায় যাযি আয়ুন। 

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা জানায়, নিবন্ধন সাপেক্ষে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। নিবন্ধিত হতে এই ঠিকানায় ইমেইল করতে হবে আগ্রহীদের। ইতোমধ্যেই চলচ্চিত্রটির শুটিংয়ের পিছনের দৃশ্য এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় ভক্তদের বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত