ইতালি-প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে উত্তপ্ত দেশের ফুটবল অঙ্গন। অনেকের দাবি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দল নির্বাচনে সিন্ডিকেটের প্রভাব রয়েছে, যা নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরাসরি সতর্কবার্তা দিয়েছেন ফুটবল ফেডারেশনকে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর নগর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বৈঠক করেন। আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বের আগে বাংলাদেশ দলের নির্বাচন ও সমর্থকদের ক্ষোভ নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।
বাফুফে সভাপতি সিন্ডিকেটের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই নিজেদের জায়গা করে নেবে। যদি এমন কিছু ঘটে, তবে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’
তবে ক্রীড়া উপদেষ্টা প্লেয়ার সিলেকশন প্রক্রিয়া নিয়ে আরও সতর্ক হতে বাফুফেকে পরামর্শ দিয়েছেন। তিনি দেশের স্বার্থে কোনো খেলোয়াড়কে অবহেলা করা চলবে না বলে জানানা। এছাড়াও নির্বাচন যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার না হয়, সেদিকে কড়া নজর রাখতে হবে এমনটাও বলা হয়। কোনো ধরনের অনিয়ম হলে সরকার ব্যবস্থা নেবে বলে হুশিয়ারিও দেন তিনি।
ফাহমিদুলের বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ সমর্থকদের একটি প্রতিনিধি দল আজ দুপুরে টিম হোটেলে বাফুফে সভাপতির সঙ্গে দেখা করে। তারা শুধু ফাহমিদুল নয়, কোচিং স্টাফ ও দল নির্বাচনের বিভিন্ন বিষয়ে অভিযোগ তোলেন। তাবিথ আউয়াল বিষয়গুলো গুরুত্ব দিয়ে শোনার আশ্বাস দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় দলে ডাক পাওয়া ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। ক্রীড়া উপদেষ্টা তার অন্তর্ভুক্তিকে দেশের ফুটবলের জন্য “আশাজাগানিয়া” বলে মন্তব্য করেন এবং বলেন, ‘হামজার মতো খেলোয়াড় দলে থাকলে প্রতিপক্ষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে। তিনি দলে আসায় আত্মবিশ্বাস বাড়বে এবং ভারতের বিপক্ষে ইতিবাচক ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকবে।’
নিজের অভিজ্ঞতা শেয়ার করে হামজা বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। জাতীয় দলে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং দেশের ফুটবলকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’
২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। তার আগে আজ সন্ধ্যায় কিংস অ্যারেনায় শেষ প্রস্তুতি সেশন রয়েছে। কাল দল শিলংয়ের উদ্দেশে রওনা দেবে।
এদিকে, সমর্থকদের দাবি ও ক্রীড়া উপদেষ্টার হুঁশিয়ারির পর দল নির্বাচনে স্বচ্ছতা নিয়ে আরও সতর্ক হতে হবে বাফুফেকে—এটাই ফুটবলপ্রেমীদের প্রত্যাশা।