কিন্তু আমি তা বলব না শোভন। আমি মনে করি এও কোনো লেখার প্লট। আমার শাশুড়ি দিনলিপিতে দৈনন্দিন জীবনের কথাই লিখেছেন, তবে তার ডায়েরিতেও অনেক কবিতা ছিল। তোমার দাদার ডায়েরিতে আরও অদ্ভুত জিনিস ছিল। বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন, বিমান অ্যাক্সিডেন্ট, কুষ্ঠরোগীর অনুপুঙ্খ, বোধিসত্ত্বাবদানকল্পলতা, বাইবেলের মিথ এরকম হাজার হাজার বিষয়ের বিবরণ। সবাই যা করে তোমার দাদা তা কখনই করেনি। তোমার দাদার ডায়েরিকে যে যতই… বিস্তারিত