গত আগস্টে দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লির হয়ে নর্থ দিল্লির বিপক্ষে বাঁহাতি স্পিনার মনন ভরদ্বাজের টানা ৬ বলে ৬টি ছক্কা মেরেছিলেন এই ক্রিকেটার। টুর্নামেন্টে ১০ ইনিংস সর্বোচ্চ ৬০৮ রান করেন এই বাঁহাতি ওপেনার। স্ট্রাইক রেট ছিল ১৯৮.৬৯। ১০ ইনিংসের মধ্যে ৪টিতে করেন ফিফটি, দুটিতে সেঞ্চুরি। ১০ ইনিংসে ছক্কা মারেন ৪৩টি।
দিল্লি প্রিমিয়ার লিগের পারফরম্যান্স তাঁকে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দিল্লি দলে সুযোগ করে দেয়। দিল্লির হয়ে এই আইপিএল নিলামের ঠিক আগের দিন ৪৩ বলে ১০২ রান করেন প্রিয়াংশ আর্য। তাঁকে নিয়ে কাড়াকাড়ি হওয়াটাই তো স্বাভাবিক। এবারের আইপিএলে চমকে দিতে পারেন পাঞ্জাবের এই ব্যাটসম্যান।