Homeবিনোদনধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী র‍্যাপ গাইলেন বিনি আমিন

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী র‍্যাপ গাইলেন বিনি আমিন


বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী র‍্যাপ ‘মার্চ ২৫’ গান গাইলেন বিনি আমিন শেখ। বাংলাদেশের তরুণ র‍্যাপার বিনি আমিন শেখ সম্প্রতি প্রকাশ করেছেন তার নতুন প্রতিবাদী র‍্যাপ ‘মার্চ ২৫’।

গানটির নাম মার্চ ২৫ হওয়ার কারণ প্রসঙ্গে বিনি বলেন, ‘২৫ মার্চের কালো রাতের ভয়াবহতা সম্পর্কে ছোটবেলা থেকে জেনে আসছি। আছিয়া যে রাতে ধর্ষণ হয়েছে সেই রাত তার জন্য একটি কালো রাত, বর্তমান সময়ে নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার লক্ষ্যেই এই গানটি তৈরি করা হয়েছে।’

আছিয়ার আলোচিত ঘটনাও চট্টগ্রামের, যেখানে বাবা নামের এক নরপিশাচ প্রদীপ কুমার বণিক তার নিজের ১০ বছর বয়সী মেয়েকে প্রতিনিয়ত আদরের নামে ধর্ষণ করত, সেই ভয়াবহ ঘটনার প্রেক্ষাপটে এ গানটি লেখা, সুর করা এবং সম্পূর্ণ মিক্স ও মাস্টার করেছেন বিনি আমিন শেখ নিজেই। দীর্ঘ দুই বছর পর সমাজের এই পরিস্থিতি দেখে সে গানটি তৈরি করে।

গানটি ১৫ মার্চ তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশিত হয়েছে। খুব শিগগিরই অন্য গানের প্ল্যাটফর্মে আসবে। গানটির ভিডিও প্রথম কাট করেন নন্দ দুলাল সরকার এবং চূড়ান্ত সম্পাদনা সম্পন্ন করেন বিনি আমিন শেখ নিজেই। শিশু আছিয়া এবং তার পরিবারের কথা মাথায় রেখে ভিডিওতে যা যা দেখানো হয়েছে তার সবকিছু ব্লার করে দেওয়া হয়েছে যাতে তার পরিবারের আর কোনো কোনো ক্ষতি না হয়।

এ প্রসঙ্গে বিনি আমিন শেখ আরও বলেন, ‘বাংলাদেশে প্রতিনিয়ত নারী ও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। আছিয়া নামে শিশুটির ওপর যে পাশবিকতা চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক। নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে কাজ করা এবং ভালোবাসা প্রত্যাশী একজন সংস্কৃতিকর্মী হিসেবে এটাই চাওয়া। এই গান আমার ক্ষোভের প্রকাশ, ন্যায়ের পক্ষে এটাই আমার লড়াই।‘

গানটিতে বাস্তব ঘটনার বর্ণনার মাধ্যমে সমাজের অন্ধকার দিককে তুলে ধরা হয়েছে এবং ন্যায়বিচারের আহ্বান করা হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত