Homeবিনোদনশাকিব ভাই লিজেন্ড, সামনে থেকে দেখতে বেশি সুন্দর : তাসকিন

শাকিব ভাই লিজেন্ড, সামনে থেকে দেখতে বেশি সুন্দর : তাসকিন


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান এবং জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ সম্প্রতি এক অনুষ্ঠানে মিলিত হয়েছেন। এই ক্রিকেট তারকা, প্রথমবারের মতো সুপারস্টারকে সামনাসামনি দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। রিমার্ক হারলান কসমেটিকসের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে তাসকিন বলেন, ‘শাকিব ভাই লিজেন্ড, সামনাসামনি দেখতে বেশি সুন্দর।’

রোববার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে শাকিব খান নিজেও উপস্থিত ছিলেন। এ সময় তাসকিন বলেন, ‘সবার মুখে মুখে রিমার্ক কোম্পানির নাম শুনছি। আজ আমি নিজে এই কোম্পানির আয়োজনে এসে প্রাউড ফিল করছি।’ ক্রিকেটাররে প্রশংসা শাকিবও এড়িয়ে যাননি। তিনি বলেন, ‘বিপিএলে তাসকিন খুব ভালো খেলেছে। সেও তো হিরো হয়ে গেছে। আমার সঙ্গে না, সিনেমা করলে তার একা হিরো হয়ে করা উচিত।’

এই আয়োজনে অংশগ্রহণকারী অন্য ক্রিকেটার তানজিদ হাসান তামিমও শাকিব খানকে বাংলাদেশের এক নম্বর তারকা হিসেবে অভিহিত করেন এবং রিমার্ক হারলানকে বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শুভকামনা জানান।

ঢাকাই সিনেমার কিং খানের সঙ্গে আলোচনা করতে গিয়ে তাসকিন আহমেদ একটি মজার বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন অবসর নিয়ে এসো।’

এদিকে, রিমার্ক হারলান অনুষ্ঠানে তাসকিনের বিপিএল কীর্তির কথাও উল্লেখ করা হয়। গত জানুয়ারিতে তাসকিন দুর্বার রাজশাহীর হয়ে বিপিএলে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন, যা ছিল এক অসাধারণ কীর্তি। এই রেকর্ড গড়া বোলিং তিনি করেছিলেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত