স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নাজমুল হক, স্থানীয় বাসিন্দা আবদুস সাত্তার ও লুৎফুর রহমান বলেন, গ্রামটিতে কোনো স্কুল না থাকায় দূরের স্কুলে গিয়ে শিশুদের পড়ালেখা করতে হয়। অথচ গ্রামের স্কুলটি ভেঙে ভেঙে পড়ছে। এটি চালু করা গেলে গ্রামের মানুষ উপকৃত হবে।
এনজিও সিরাকের প্রতিষ্ঠাতা আওরঙ্গজেব বেলাল বলেন, এই বিদ্যালয় ছাড়া আরও কয়েকটি বিদ্যালয় উপজেলাটিতে প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু বিদ্যালয়টিতে যখন জাতীয়করণের প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন আওয়ামী লীগের নেতারা প্রভাব খাটিয়ে মাকসুদুল হাসান নামের একজন শিক্ষককে বাদ দিয়ে শফিকুল ইসলাম ওরফে সুরুজ নামের একজনকে নিয়োগ দেখিয়ে জাতীয়করণের প্রস্তাব পাঠান। এ নিয়ে মামলার কারণে স্কুলটি জাতীয়করণ হয়নি।
বিষয়টি নজরে আনা হলে ঈশ্বরগঞ্জের ইউএনও মো. এরশাদুল আহমেদ বলেন, কাগজপত্র দেখে বন্ধ স্কুলটি চালু করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।