Homeখেলাধুলাটাইগারদের নির্ভরযোগ্য সৈনিককে হারানোর বেদনায় বিসিবি

টাইগারদের নির্ভরযোগ্য সৈনিককে হারানোর বেদনায় বিসিবি


বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর ক্রিকেট মহলে তাকে নিয়ে নানা প্রতিক্রিয়া আসছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই বিদায়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

বিসিবির পাঠানো এক বিবৃতিতে সভাপতি জানান, ‘এটা শুধু মাহমুদউল্লাহর জন্য নয়, বাংলাদেশ ক্রিকেটের জন্যও এক হৃদয়বিদারক মুহূর্ত। প্রায় দুই দশক ধরে জাতীয় দলের স্তম্ভ ছিলেন তিনি। চাপের মুখে পারফর্ম করার দক্ষতা এবং দলের প্রতি তাঁর নিবেদন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে।’

২০০৭ থেকে ২০২৫—দীর্ঘ এই ক্যারিয়ারে মাহমুদউল্লাহ খেলেছেন ৪৩০ আন্তর্জাতিক ম্যাচ। আইসিসি ইভেন্টে করা চারটি ওয়ানডে সেঞ্চুরিই দলকে সাফল্য এনে দিয়েছে। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁর ব্যাটিং নৈপুণ্য বাংলাদেশকে ঐতিহাসিক জয়ের স্বাদ দিয়েছিল।

ফারুক আহমেদ আরও বলেন, ‘মাহমুদউল্লাহ ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য পারফর্মার। কঠিন মুহূর্তেও তার শান্ত থাকা, বুদ্ধিদীপ্ত ব্যাটিং এবং ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার দক্ষতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।’

বিসিবি সভাপতি মাহমুদউল্লাহর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়ে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার অসামান্য অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। তার অভিজ্ঞতা ভবিষ্যতেও ক্রিকেটকে সমৃদ্ধ করবে বলে বিশ্বাস করি।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত