সম্প্রতি দেশের প্রথম প্রিমিয়াম আইসক্রিম ব্র্যান্ড ‘বেলিসিমো’ ভোক্তাদের জন্য বাজারে নিয়ে এল ‘সল্টেড ক্যারামেল’ আইসক্রিম। নতুন স্বাদের, মজাদার এই আইসক্রিম ভোক্তাদের দেবে আইসক্রিমের এক নতুন অভিজ্ঞতা।
উৎকৃষ্ট মানের উপাদানে তৈরি ক্রিমি, সুস্বাদু ও এক্সক্লুসিভ ফ্লেভারের এই আইসক্রিম বর্তমানে ৯০০ মি.লি. কনটেইনারে ঢাকাসহ দেশের বিভিন্ন সুপারস্টোর, ডিপার্টমেন্ট স্টোর ছাড়াও ই-কমার্স সাইটগুলোতে পাওয়া যাচ্ছে।