বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও দক্ষিণি সুপারস্টার জুনিয়র এনটিআরের ছবি ‘ওয়ার ২’-এর জন্য ভক্তরা অধীর অপেক্ষায় আছেন। সমালোচকেরা বলছেন, এ বছরের সবচেয়ে উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে একটি হবে যশরাজ ফিল্মসের এই অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটি। তবে হৃতিকভক্তদের জন্য মন খারাপ করা এক খবর, শুটিং সেটে মহড়া দেওয়ার সময় আঘাত পেয়েছেন হৃতিক। তাই ‘ওয়ার ২’ ছবির শুটিং এখন বন্ধ।
একাধিক সূত্রে জানা গেছে, ‘ওয়ার ২’ ছবির একটি গানের দৃশ্যের মহড়া দিচ্ছিলেন হৃতিক আর জুনিয়র এনটিআর। সে সময় পায়ে আঘাত পেয়েছেন হৃতিক। তাই শুটিং বন্ধ করে দিতে বাধ্য হন নির্মাতারা। চিকিৎসক হৃতিককে চার সপ্তাহ বিশ্রাম নেওয়ার কথা বলেছেন। আর তা না হলে এই চোট থেকে আরও বড় সমস্যায় পড়তে পারেন হৃতিক।