Homeদেশের গণমাধ্যমেরাবিতে শিবির-ছাত্রদল এক মঞ্চে

রাবিতে শিবির-ছাত্রদল এক মঞ্চে



রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ১১ মার্চ ২০২৫  


ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ ঘটনা ঘটেছে।

একই দিনে এবং একই সময়ে রাবি শাখা ছাত্রশিবিরের কুরআন বিতরণ এবং শাখা ছাত্রদলের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ছিল। ছাত্রশিবিরের অনুষ্ঠানের কারণে ছাত্রদলের অনুষ্ঠান পিছিয়ে যায় প্রায় দেড় ঘণ্টা।

শিবিরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে ছাত্রদলের অনুষ্ঠানে উপস্থিত হন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। এসময় ছাত্রদলের পক্ষ থেকে তাকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

এ সময় শিবির সভাপতি বলেন, “আল্লাহ তায়ালা ৫ আগস্টের পরে আমাদের অবারিত সুযোগ করে দিয়েছেন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার। এ সুযোগ আমরা কতটুকু কাজে লাগাতে পারি তা নির্ভর করবে আমাদের উপর। আমরা কিভাবে গড়তে চাই বাংলাদেশকে, সেটার উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ। আমাদের ছোট্ট একটি দেশ, কিন্তু অপার সম্ভাবনাময়।”

তিনি বলেন, “স্বাধীনতা-উত্তর বাংলাদেশের শাসকদের মধ্যে আধিপত্যবাদের বিরুদ্ধের দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদান সবচেয়ে বেশি। এছাড়া তার দূরদর্শীতার কারণে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে।”

তিনি আরো বলেন, “পাশাপাশি স্বাধীনতার পরে এ দেশে ইসলামকে মুছে দেওয়ার পার্শ্ববর্তী দেশের নীলনকশা মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর বেগম খালেদা জিয়ার আপসহীন কথাবার্তা ও বডিল্যাংগুয়েজ নিঃসন্দেহে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে।”

ঢাকা/ফাহিম/মেহেদী





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত