Homeখেলাধুলানিষেধাজ্ঞা শেষ, কিন্তু নতুন ক্লাব খুঁজতে সময় নিতে চান পগবা

নিষেধাজ্ঞা শেষ, কিন্তু নতুন ক্লাব খুঁজতে সময় নিতে চান পগবা


দীর্ঘ ১৮ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে মঙ্গলবার থেকে ফুটবলে ফিরতে পারছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা পল পগবা। তবে তিনি এখনই কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করতে রাজি নন এবং চলতি মৌসুম শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চান বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইএসপিএন।

বর্তমানে তার সামনে অবশ্য দল বদলের খুব বেশি বিকল্প নেই। শুধুমাত্র মেজর লিগ সকার (এমএলএস) এবং জাপানের জে লিগের দলগুলো এখনো তাকে দলে টানতে পারে। এমএলএসের দলবদলের সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত খোলা থাকলেও, জে লিগের ট্রান্সফার উইন্ডো ২৬ মার্চেই বন্ধ হয়ে যাবে।

তবে সূত্র জানিয়েছে, পগবা ইউরোপের শীর্ষ লিগে ফেরার দিকেই বেশি ঝুঁকছেন। ইতোমধ্যে যদিও তিনি ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামির সঙ্গে কথাবার্তা বলেছেন, তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি।

সাম্প্রতিক সময়ে তার প্রতি আগ্রহ দেখিয়েছে ফ্রান্সের মার্সেই, ইতালির ফিওরেন্টিনা এবং লা লিগার কয়েকটি ক্লাব। তবে সৌদি প্রো লিগ ও ব্রাজিলিয়ান সিরি আ থেকে পাওয়া প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন।

২০২৬ বিশ্বকাপে ফ্রান্স দলে জায়গা পাওয়ার লক্ষ্যে পগবা চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগ খেলা কোনো ইউরোপীয় ক্লাবে যোগ দিতে চান।

২০২৩ সালের সেপ্টেম্বরে জুভেন্টাসের হয়ে মাত্র ২৯ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন পগবা। তবে শেষবার পুরো ৯০ মিনিট খেলেছিলেন তিন বছর আগে, ২০২২ সালের মার্চে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে।

ডোপ টেস্টে ডিএইচইএ (DHEA) নামে একটি নিষিদ্ধ পদার্থ ধরা পড়ায় ২০২৩ সালে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল পগবাকে। পরে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (CAS) আপিলের পর সেটি কমিয়ে ১৮ মাস করা হয়, যা মঙ্গলবার শেষ হয়েছে।

নিষেধাজ্ঞার এই সময়টায় পগবা ব্যক্তিগত প্রশিক্ষকের সঙ্গে অনুশীলন চালিয়ে গেছেন এবং মায়ামিতে পরিবারের সঙ্গে থেকে প্র্যাকটিস ম্যাচ খেলেছেন। মৌসুম শেষে তিনি নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হবেন বলে জানা গেছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত