ঢাকা (সাভার) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১০:৩৯, ১১ মার্চ ২০২৫
সাভারের আমিনবাজারে অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ৪০০/১৩২ কেবি গ্রিড সাবষ্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে সেখানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, আগুন লাগার কারণে সাভারের আমিনবাজার থেকে শিমুলতলা এলাকা পর্যন্ত গোটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম বলেন, “সকাল ৭ টা ১৫ মিনিটে আমরা আগুনের খবর পাই। ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট সকাল ৭ টা ২০মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।”
পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড মেইন্টেনেন্স) সিজান আহমেদ বলেন, “আগুন লাগার কারণে সকাল ৭ টা ১৫ মিনিট থেকে আমিনবাজার থেকে শুরু করে হেমায়েতপুর চামড়া শিল্প নগরীসহ সাভারের শিমুলতলা এলাকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।”
কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে সেটি জানাতে পারেননি এই কর্মকর্তা।
ঢাকা/সাব্বির/মাসুদ