সৌদি আরবের তায়েফে বাংলাদেশ দলের অনুশীলন চলছে। সপ্তাহখানেক চলার পর আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম।
সৌদি আরবের তায়েফে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিয়ে এখন অনুশীলনের অপেক্ষায় এই ফরোয়ার্ড।
ফাহামিদুল প্রথমবারের মতো লাল সবুজ দলে জায়গা করে নিয়েছেন। খেলছেন ইতালির সিরি ডি তে।
এদিকে তিন বছর ধরে নানান সময়ে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। পাশাপাশি অনুশীলন বিরতিতে করে থাকে ওমরা। এবারও ব্যতিক্রম হয়নি।
সোমবার (১০ মার্চ) অনুশীলনে বিরতির ফাঁকে ওমরা পালন করেছেন মুসলিম ফুটবলার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা।
২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখেই সৌদি আরবে ক্যাম্প করছে বাংলাদেশ দল। জামাল-তারিকরা দেশে ফিরবেন ১৭ মার্চ। ঢাকায় দিনতিনেক অনুশীলন করে শিলং যাওয়ার কথা রয়েছে হাভিয়ের কাবরেরার দলের।