আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনাল মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো কর্মকর্তা না থাকার বিষয়ে চলমান জল্পনার অবসান ঘটিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে
পাকিস্তানের কোনো বোর্ড কর্মকর্তাকে দেখা না যাওয়ায় নানা প্রশ্ন ওঠে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বিষয়টি জানতে চাইলে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মহসিন নকভিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি ফাইনালের জন্য দুবাই সফর করেননি।
আইসিসির একজন মুখপাত্র জানান, ‘মহসিন নকভি উপস্থিত ছিলেন না এবং ফাইনালের জন্য দুবাইয়ে যাননি।’
পিসিবির কোনো প্রতিনিধি মঞ্চে না থাকার সমালোচনার জবাবে আইসিসি তাদের নির্ধারিত প্রোটোকলের কথা তুলে ধরে। মুখপাত্র বলেন, ‘আইসিসির পুরস্কার বিতরণী মঞ্চে শুধুমাত্র আয়োজক বোর্ডের প্রধান—যেমন সভাপতি, সহ-সভাপতি, চেয়ারম্যান বা সিইও—অংশ নিতে পারেন। অন্য কোনো বোর্ড কর্মকর্তা, তারা মাঠে উপস্থিত থাকলেও, মঞ্চের আনুষ্ঠানিকতায় অংশ নেন না।’
সংস্থাটি আরও জানায়, এই নিয়ম শুধু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নয়, বরং সব আইসিসি ইভেন্টেই এটি মেনে চলা হয়।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হলেও ভারতীয় সরকার তাদের দলকে পাকিস্তানে পাঠাতে অস্বীকৃতি জানালে ফাইনাল ম্যাচ সরিয়ে দুবাইয়ে নেওয়া হয়। এর ফলে আয়োজক দেশ পাকিস্তানের দৃশ্যমান উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে, বিশেষত টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চে।
তবে আইসিসির বক্তব্য অনুযায়ী, পিসিবির প্রতিনিধি উপস্থিত থাকলে তিনি পুরস্কার বিতরণীতে থাকতেন। কিন্তু মহসিন নকভির অনুপস্থিতিই সেই জায়গা শূন্য করে দেয়।
এখন বিতর্ক যা-ই হোক, ভারত তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ট্রফি জিতেছে, আর আইসিসি স্পষ্ট করেছে—এটা নিয়মের কোনো ব্যত্যয় নয়, বরং নিছকই আমন্ত্রিত প্রতিনিধির অনুপস্থিতির বিষয়।