প্রাজক্তা কোলিকে এ প্রজন্মের তরুণীদের চিনতে না পারার কিছু নেই। ভারতীয় ইউটিউবার ও অভিনেত্রী প্রাজক্তা কোলি। তিনি আরও পরিচিত নেটফ্লিক্সের ‘মিসম্যাচড’ সিরিজের জন্য। সে সিরিজের তারকা রোহিত সারাফের প্রিয় বন্ধু হিসেবেও রোহিতভক্তরা তাঁকে চেনেন খুব ভালোভাবেই। সে বেশ পুরোনো কথা। আসল কথা হলো, সম্প্রতি বিয়ে করেছেন প্রাজক্তা। নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে তাঁর বিয়ের ছবি। এই তারকার বিয়ের কোনো ছবিতেই প্রিয় বন্ধু রোহিত সারাফ নেই কেন, তা নিয়ে নেটিজেনরা ভাবছেন। পাশাপাশি এই সুযোগে প্রাজক্তার ইনস্টা প্রোফাইলও স্ক্রল করছেন অনেকে। ফলে তাঁর পোশাক পরার ধরনও অনেকের মন কেড়ে নিচ্ছে।
সাধারণ টি–শার্ট আর জিনসেই কেমন রানির মতো থাকা যায়, তা যেন প্রাজক্তার কাছ থেকে শিখতে হয়! সাধ্য়ের মধ্য়ে কেনা সাধারণ পোশাকেই যদি স্টাইলিং করা যায় তাহলে রোজকার পরিধেয় নিয়ে ভাবতে হয় না মোটেই। রোজ ক্লাসে যাওয়ার আগে আলমারির দরজা খুলে যারা ভাবতে বসেন, ‘আজ কী পরব’, তাদের জন্যই মূলত এই ফিচার। দেখে নিন প্রাজক্তা কোলি খুব সহজে কীভাবে স্টাইলিং করেন আর রঙিন থাকেন সব সময়।
প্রাজক্তা কোলির কাছে কমলা হলো নতুন কালো। মানে? মানে হচ্ছে, নির্ভয়ে টপ অ্যান্ড বটমে পরার মতো পোশাক। কমলা কো–অর্ডস সেটের সঙ্গে সাদা স্নিকার, সানগ্লাস আর মিনিমালিস্টিক মেকআপ, ব্যস, আর কী চাই! প্রাজক্তার এমন পোশাকের ওপর সূর্য আলো ফেলে বাড়িয়ে দিতে পারে আরেকটু উজ্জ্বলতা।
হাই ওয়েস্ট ডেনিম প্যান্টের ওপর একরঙা সাদা স্লিভলেস ক্রপ টপ, এতটুকুই তাঁকে মুগ্ধ চোখে দেখার জন্য যথেষ্ট। হাসিটা আরেকটু ঝলমলে করে তুলতে ঠোঁটে গ্লাসি লিপস্টিক বুলিয়ে নিয়েছেন তিনি।
বন্ধু রোহিত সারাফের মতো তাঁরও পছন্দ ডেনিম প্যান্টের ওপর ডেনিম জ্যাকেট। স্টাইলিংয়ের জন্য ডেনিম জ্যাকেটের নিচে পরেন সাদা শার্ট। এর সঙ্গে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে বেছে নেন নাইকি স্নিকার, ব্র্যান্ডেড ব্যাগ ও সানগ্লাস। তাঁর ভাষ্য, ‘আরাম মানেই তো আত্মবিশ্বাস!’
গরমে গর্জিয়াস লুকের জন্য একবার প্রাজক্তার ইনস্টাগ্রাম আইডি ঘুরে আসা উচিত। সবুজরঙা স্লিভলেস গাউনের সঙ্গে সাদা হিল আর মিনিমাল মেকআপেই যে বাজিমাত করা যায় তা শেখানোর জন্য এই মিসম্যাচড তারকার তুলনা নেই!
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর প্রেমিক বৃষঙ্ক খানালের সঙ্গে চলতি বছর ফেব্রুয়ারিতে সাতপাকে বাঁধা পড়েন এই তারকা। বিয়ের দিনও স্নিগ্ধ সাজে সেজেছিলেন। তবে ঘিয়ে রঙের লেহেঙ্গা এবং ওড়নায় ছিল ভরাট কাজ। পরেছিলেন মানানসই জড়োয়ার গয়না। আর চুল? প্রাজক্তা কোলি বলে কথা, খোলাই রেখেছিলেন।
সূত্র: ইনস্টাগ্রাম, টাইমস অব ইন্ডিয়া