Homeবিনোদনসিনেমার গানে ফিরলেন আসিফ আকবর

সিনেমার গানে ফিরলেন আসিফ আকবর


অ্যাকশন ঘরানায় আলোক হাসান নির্মাণ করছেন ‘টগর’ নামের সিনেমা। এ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিলেন আসিফ আকবর। এ গান দিয়ে দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরলেন আসিফ।

‘হবেরে খেলা, কাঁপবে শহর/খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর’—এমন কথার গানটি লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। সুর ও সংগীত করেছেন আয়ুষ দাস। আসিফ আকবর বলেন ‘অনেক দিন পর এমন একটা গান গাইলাম। আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। এ ছাড়া এখন আমার বয়স বেড়েছে। কিন্তু গানটি খুব ভালো লেগেছে আমার কাছে। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।’

টগর সিনেমায় অভিনয় করছেন আদর আজাদ ও পূজা চেরি। প্রথমে আদরের সঙ্গে অভিনয় করার কথা ছিল প্রার্থনা ফারদিন দীঘির। তবে শুটিং শুরুর আগে বাদ পড়েন দীঘি, নেওয়া হয় পূজা চেরিকে।

‘টগর’ সিনেমায় আদর আজাদ ও পূজা চেরির লুক। ছবি: সংগৃহীত

‘টগর’ সিনেমায় আদর আজাদ ও পূজা চেরির লুক। ছবি: সংগৃহীত

এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, শরীফুল, যোজন, এলআর খান সীমান্ত প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম।

চট্টগ্রামে শুরু হয়েছে টগর সিনেমার শুটিং। জানা গেছে, ইতিমধ্যে শেষ হয়েছে বেশির ভাগ দৃশ্য ধারণের কাজ। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টগর।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত