Homeজাতীয়জুলাই অভ্যুত্থানে নিহত ১৩ জনের পরিচয় শনাক্ত হয়নি, মর্গে এখনো ৮ লাশ

জুলাই অভ্যুত্থানে নিহত ১৩ জনের পরিচয় শনাক্ত হয়নি, মর্গে এখনো ৮ লাশ


জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৩ জনের লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এদের মধ্যে ৮ জনের লাশ মর্গে এবং ৫ জনকে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছিল। তাদের পরিচয় নিশ্চিত হতে নিখোঁজ ব্যক্তিদের নিকটতম আত্মীয়দের ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগ।

আজ সোমবার দুপুরে সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি মো. জমশের আলী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের পত্রিকাকে জমশের আলী বলেন, ‘নিহতদের অনেকের এখনো পরিচয় শনাক্ত হয়নি। তাই তাদের পরিচয় শনাক্তের জন্য সিআইডি নিখোঁজদের নিকটতম আত্মীয়, অর্থাৎ বাবা–মা, সন্তান, ভাই–বোনদের আসার জন্য অনুরোধ জানিয়েছে। অনেকে জানেন না, নিহতদের শনাক্তের প্রক্রিয়া কী হবে। তাই সবাইকে আমরা সিআইডিতে আসার আহ্বান জানিয়েছি।’

জমশের আলী বলেন, ‘নিহত ১৩ জনের ডিএনএ প্রোফাইল সিআইডির ফরেনসিক বিভাগে সংরক্ষিত আছে। তাদের মধ্যে ৫ জনকে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছিল এবং আটজনের লাশ এখনো মর্গে। যদি কোনো পরিবার শহীদদের পরিচয় জানতে চান তাহলে শহীদদের নিকটতম আত্মীয়-স্বজনকে সিআইডির ফরেনসিক বিভাগে আসার অনুরোধ করা হয়েছে।’

যোগাযোগের ঠিকানা—ফরেনসিক ডিএনএ ল্যাব, সিআইডি সদর দপ্তর, মালিবাগ, ঢাকা। মোবাইল নম্বর: ০১৩২০-০১০৫৭২





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত