Homeবিনোদনপ্রাণ বাঁচাতেই রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছিলেন গোবিন্দ

প্রাণ বাঁচাতেই রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছিলেন গোবিন্দ


স্ত্রী সুনীতার সঙ্গে বিচ্ছেদ নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনায় বলিউড অভিনেতা গোবিন্দ। যদিও পরবর্তীকালে দুজনেই এটিকে মিথ্যা বলে জানান। এবার গোবিন্দ দাবি করলেন বলিউডে একসময় ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, এমনকি তাঁকে মেরে ফেলার পরিকল্পনাও করা হয়েছিল। সম্প্রতি অভিনেতা মুকেশ খান্নাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন গোবিন্দ।

একসময়ে একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন গোবিন্দ। সেই সময়ে বলিউডের অনেকেই নাকি তাঁর জনপ্রিয়তা সহ্য করতে পারছিলেন না। গোবিন্দ বলেন, ‘ইন্ডাস্ট্রির সবাই শিক্ষিত মানুষ। আর আমি একজন অশিক্ষিত বহিরাগত, শিক্ষিতদের সমাজে ঢুকে পড়েছিলাম। অনেকেই এমন ভাবত। পাল্লা দিচ্ছিলাম তাঁদের সঙ্গে। কেউ কেউ মেনে নিতে পারছিল না। একটা সময়ে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয় আমি নাকি ইন্ডাস্ট্রিকে অপমানিত করছি। নাম খারাপ করছি। আমি জানি, সবটা আগে থেকে ঠিক করা ছিল। অনেকেই চেয়েছিল আমাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দিতে। আমার বাড়ির বাইরে বন্দুক নিয়ে ধরা পড়েছিল এবং আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছিল। প্রাণ বাঁচাতেই শেষে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

তবে কে বা কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তা জানাননি গোবিন্দ। তিনি বলেন, ‘আমি তাদের নাম আর নতুন করে বলব না। তবে আমি জানি, কোন পর্যায় পর্যন্ত তারা যেতে পারে।’

একসময়ের সুপার হিট এই নায়ক মুদ্রার উল্টো পিঠও দেখেছেন। অনেকটা সময় হাতে ছিল না কোনো কাজ। এ নিয়ে সমালোচনায় পড়তে হয়েছে তাঁকে। গোবিন্দ জানান, যখন সবাই বলছিল তাঁর হাতে কোনো কাজ নেই, তখন ১০০ কোটি রুপি বাজেটের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। পরবর্তী সময় সেই সিনেমাটি যখন হিট হয় তখন এতটাই আফসোস হয়েছিল যে নিজেই নিজেকে চড় মারতে ইচ্ছে করেছিল তাঁর।

এ ছাড়া প্রায় সময় বলিউড অভিনেতা দাবি করেন জেমস ক্যামেরুনের ‘অ্যাভাটার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। মুকেশ খান্নার এই অনুষ্ঠানেও একই কথা জানালেন। দাবি করলেন অ্যাভাটারের জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছিলেন তিনি। গোবিন্দ জানান অ্যাভাটারের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। কারণ, নির্মাতা সিনেমার শুটিংয়ের জন্য ৪১০ দিন সময় চেয়েছিলেন তাঁর কাছে। এ ছাড়া সারা গায়ে রং মাখার বিষয়টি ভালো লাগে না তাঁর।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত