Homeপ্রবাসের খবরযুদ্ধবিধ্বস্ত হাজারো গাজাবাসীকে প্রতিদিন ইফতার করাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল

যুদ্ধবিধ্বস্ত হাজারো গাজাবাসীকে প্রতিদিন ইফতার করাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল


যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রী বিতরণ করছে সরকারি নিবন্ধনভূক্ত সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সরাসরি ফিলিস্তিনি স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে বাংলাদেশ থেকে একমাত্র এ সংস্থাটিই ধারাবাহিকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বলে সংশ্লিষ্টরা জানান।

প্রতিদিন কয়েকশো পরিবারের হাজারো সদস্যের খাবার, পানি, শিশুখাদ্যের যোগান দিচ্ছে সংস্থাটি। শুধু এই রমজানেই নয়; বরং ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকেই নিরবিচ্ছিন্নভাবে গাজায় ত্রাণ বিতরণ করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি।

হাফেজ্জী চ্যারিটেবলের মহাপরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ বলেন, যতদিন পর্যন্ত গাজার সঙ্কট নিরসন না হবে, ততদিন গাজায় আমাদের কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, আমাদের কার্যক্রম দেখে অনেকেই বাহবা দিচ্ছেন। কিন্তু গাজার মানুষের যে ভয়াবহ দুঃখ-দুর্দশা, সেই তুলনায় আমাদের কার্যক্রম নিতান্তই তুচ্ছ। গত দুই মাস গাজায় যুদ্ধবিরতির নাটক সাজিয়েও ইসরায়েল হত্যাযজ্ঞ জারি রেখেছে। এখন খাদ্য সরবরাহের পথও বন্ধ করে দিয়েছে। এ পর্যন্ত পঞ্চাশ হাজার মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন লক্ষাধিক। মিশরের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন দেড় লাখ মানুষ। এমতাবস্থায় আমরা তাদের সার্বিক সেবা ও সহযোগিতার লক্ষ্যে গত ৭ মার্চ থেকে দ্বিতীয় বারের মতো মিশর সফরে আছি। মিশরে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে গাজায় এবং শরণার্থী শিবিরে সহায়তা কার্যক্রম পরিচালনা করছি আলহামদুলিল্লাহ।

সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলিল জানান, গাজাবাসীর প্রচুর পরিমাণে খাবার, পানি, চিকিৎসা ও তাঁবু প্রয়োজন। তিনি দেশের সব মানুষকে নিপীড়িত গাজাবাসীর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

সহসভাপতি মুহসিন বিন মুঈন বলেন, শুধু ইফতারে তাদের ট্রেডিশনাল রাইস ও চিকেনের পাশাপাশি ১১ আইটেমের ইফতার বাজারও প্রদান করছি। অনেক পরিবার পেয়েছি যারা শুধু ঘাস সিদ্ধ করে পানি এবং আলু, বেগুন সিদ্ধ খেয়ে দিন কাটাচ্ছে। আমাদের বিতরণের ভিডিওগুলো নিয়মিত অনলাইনে প্রকাশ করছি। যে কেউ তাদের অবস্থা দেখলে চোখে পানি ধরে রাখতে পারবে না।

উল্লেখ্য, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ একটি অরাজনৈতিক এবং অলাভজনক সেবা সংস্থা। রাজধানীর মুহাম্মদপুরে অবস্থিত এর প্রধান কার্যালয়। হাফেজ্জী হুজুর রহ. এর একমাত্র জীবিত সাহেবজাদা মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, পীর সাহেব ঢালকানগর মুফতি জাফর আহমদ, বেফাক বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ সংস্থাটির উপদেষ্টা। মাওলানা মামুনুল হক ও ড. এনায়েতুল্লাহ আব্বাসীসহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ হাফেজ্জী চ্যারিটেবলের এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

বাংলাদেশ থেকে নিয়মিতভাবে নিয়মতান্ত্রিকতার সঙ্গে ফিলিস্তিনে সেবা কার্যক্রম পরিচালনা করা একমাত্র সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত