Homeবিনোদনদীর্ঘ শো টাইম নিয়ে আসছে অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

দীর্ঘ শো টাইম নিয়ে আসছে অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ


চলতি বছরের ১৯ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে নির্মাতা জেমস ক্যামেরুনের পরিচালনায় অ্যাভেটার ফ্রাঞ্চাজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমাটি। তবে আসন্ন এ সিনেমার শো টাইম পূর্বের সিনেমার থেকে দীর্ঘ হতে চলেছে। সম্প্রতি এম্পায়ার ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ‘তৃতীয় পর্বের সময়কাল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ তখন আমার মাথায় প্রচুর আইডিয়া জমা হয়েছিল। তবে সিনেমাটি একটা সময় বুলেট ট্রেনের মতো দ্রুত গতিতে এগোচ্ছিল এবং আমরা চরিত্রগুলো যথেষ্ট গভীরভাবে বিশ্লেষণ করতে পারছিলাম না। তাই আমি আমার সহকর্মীদের বলি, বন্ধুরা, আমাদের সিনেমার চরিত্রগুলোকে আলাদা করে ফুটিয়ে তুলতে হবে। যার ফলস্বরূপ, তৃতীয় কিস্তির সিনেমাটির শো টাইম দ্বিতীয়টির চেয়ে একটু দীর্ঘ হবে।’ এদিকে সিনেমাটির বিষয়ে চিত্রনাট্যকার আমান্ডা সিলভার বলেন, অ্যাভেটার: ফায়ার অ্যান্ড অ্যাশ, ‘দ্য ওয়ে অব ওয়াটার’ পর্বের থেকে আলাদা একটি সিনেমা হতে চলেছে, কারণ এর গল্প শুধু অ্যাকশন ও ভিজ্যুয়াল স্পেকট্যাকলের বাইরে গিয়ে চরিত্রগুলোর গভীর বিশ্লেষণ নিয়ে কাজ করবে। যা দর্শকদের দারুণ একটা অনুভূতি উপহার দেবে।

এদিকে ২০২৪ সালের আগস্টে ডিজনির ডি ২৩ এক্সপোতে ক্যামেরন সিনেমার অফিসিয়াল টাইটেল ঘোষণা ও কনসেপ্ট আর্ট প্রদর্শন করেন। প্রকাশিত কনসেপ্ট আর্টে দেখা যায়, বিশাল আকাশযান, জো সালদানার চরিত্র নেইটিরিকে একটি ব্যানশিতে চড়ে থাকতে দেখা যায় এবং অ্যাশ পিপল নামে নাভি জনগোষ্ঠীকে একটি আগুনের চুলার চারপাশে জড়ো হয়ে থাকতে দেখা যায়। সিনেমাটির বিষয়ে নির্মাতা জানান, চলচ্চিত্রটিতে প্যান্ডোরার এমন কিছু অংশ দেখা যাবে, যা আগে কখনো দেখা যায়নি পূর্বের সিনেমায়। আসন্ন এ চলচ্চিত্রটিতে অভিনয় করছেন, জো সালদানা, কেট উইন্সলেট, সিগর্নি ওয়েভার, স্টিফেন ল্যাংসহ আরও অনেকে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত