Homeদেশের গণমাধ্যমেসুনামগঞ্জে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার 

সুনামগঞ্জে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার 


সুনামগঞ্জের ছাতকে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলার বনগাঁও উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিকুর রহমানকে (৪২) গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বনী গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। 

তার বিরুদ্ধে রবিবার (৯ মার্চ) দুপুরে ভিকটিমের ফুফু বাদী হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/০৩) এর ৯(১) ধারাসহ ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করেছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মসজিদটিতে রমজান মাস উপলক্ষে পবিত্র কোরআন শিক্ষার আয়োজন করা হয়। সেখানে কোরআন শিখতে আসতো ধর্ষণের শিকার ওই কিশোরী। অভিযুক্ত ইমাম শফিকুর রহমান ভুক্তভোগী কিশোরীকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। এরমধ্যে গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জোহরের নামাজের বিরতিতে অন্যান্য ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বেরিয়ে গেলে কৌশলে মসজিদের হুজরা খানায় ওই কিশোরীকে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে এবং কাউকে জানালে হত্যার হুমকি দেয়। কিশোরী ভয়ে বিষয়টি গোপন রাখে এবং নিয়মিত কুরআন শিক্ষা কার্যক্রমে যেতে থাকে। কিন্তু শনিবার (৮ মার্চ) তারিখে একইভাবে সে আবারও তাকে হুজরা খানায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।  

রবিবার (০৯ মার্চ) বিকালে বিষয়টি পরিবারকে জানালে এলাকাবাসী মিলে অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত