Homeবিনোদনপায়েল ও মারিয়াকে নিয়ে প্রেম-বিয়ের জটিল গল্পে জোভান

পায়েল ও মারিয়াকে নিয়ে প্রেম-বিয়ের জটিল গল্পে জোভান


প্রেম, বিয়ে ও পারিবারিক চাপের মধ্যে আটকে থাকা বান্টি নামের এক যুবকের গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘বান্টির বিয়ে’। ফারহান আহমেদ জোভানের বিপরীতে এতে রয়েছেন কেয়া পায়েল, মারিয়া শান্ত ও পারসা। তাঁদের নিয়ে নাটকটি নির্মাণ করেছেন প্রবীর রায় চৌধুরী।

নির্মাতা নাটকটিকে বলতে চাইছেন প্রেম-বিয়ে নিয়ে বান্টি নামের এক যুবকের মজার ও রোমাঞ্চকর গল্প, যা দেখে দর্শক নিজেদের জীবনটাকেও খুঁজে পেতে পারেন।

নাটকের ট্রেলারে দেখা গেছে, মিলি নামের এক সাহসী মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে বান্টির গাড়িতে উঠে বসে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু মিলির পারিবারিক বাধা ও বান্টির সঙ্গে লিলি নামের আরেকটি মেয়ের বিয়ের আয়োজন গল্পকে আরও জটিল করে তোলে।

প্রবীর রায় চৌধুরী বলেন, ‘এটি একটি রোমান্টিক কমেডি গল্প, যা প্রেম ও বন্ধুত্ব নিয়ে রচিত-নির্মিত। জোভান, কেয়া, মারিয়া, পারসা; সবাই দারুণ অভিনয় করেছেন নিজ নিজ চরিত্রে। দর্শকরা ঈদ উৎসবে উপভোগ করবেন নাটকটি।’

নাটকের দৃশ্যে মারিয়া শান্ত, জোভান ও কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

নাটকের দৃশ্যে মারিয়া শান্ত, জোভান ও কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবার ঈদে ২০টির বেশি নাটক মুক্তি পাবে সিএমভির ব্যানার থেকে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে চাঁদরাত থেকে ‘বান্টির বিয়ে’সহ অন্য নাটকগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত