Homeদেশের গণমাধ্যমেধর্ষকদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে পাবিপ্রবিতে বিক্ষোভ

ধর্ষকদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে পাবিপ্রবিতে বিক্ষোভ


দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

সমাবেশে শিক্ষার্থীরা মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিসহ নারী ও শিশুর প্রতি সহিংসতার সর্বোচ্চ বিচারের দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ বিচার দাবিসহ বিভিন্ন স্লোগান দেন।

বাংলা বিভাগের শিক্ষার্থী কাওছার আলমের সঞ্চালনায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মোরসালিন বলেন, জুলাইয়ের শহীদ ভাইবোনদের জীবন ত্যাগের একমাত্র কারণই ছিল বাংলাদেশকে অন্যায়, লুটতরাজ, চাঁদাবাজি ধর্ষণ খুন রাহাজানি মুক্ত করতে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ৫ আগস্টের পরেও এসব থেকে আমাদের সমাজ মুক্তি পায়নি। এখন ধর্ষণ আমাদের সমাজে এমন আকার ধারণ করেছে যে অন্যায় আমরা কোনোভাবেই সহ্য করব না। আমরা চাই আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এ দেশে ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী খাদিজা খাতুন বলেন, আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের শিকার হয় নারীরা। কিন্তু এসব ধর্ষকরা বেশিরভাগই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। সাম্প্রতিক সময়ে দেখেছি অনেকগুলো ধর্ষণের ঘটনায় শুধু একজনকে গ্রেপ্তার করা হয়েছে তারপরেও বিচারিক কার্যক্রমে অনেক সময়ক্ষেপণ দেখতে পাই। আমরা চাই ধর্ষকদের দ্রুত সময়ে বিচার করতে হবে এবং প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত