Homeপ্রবাসের খবরইফতারের পর নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের

ইফতারের পর নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের


বগুড়ার গাবতলীতে মো. সিফাত (১৩) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৮ মার্চ) রাতে স্থানীয়রা তার মরদেহ বাড়ির পাশের পুকুর পাড় থেকে উদ্ধার করে।

নিহত সিফাত গাবতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামের হাফিজার রহমান মোল্লার ছেলে। এছাড়াও সে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে শিক্ষার্থী ছিল।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতারের পর নামাজের জন্য বাড়ি থেকে বের হয় সিফাত। এরপর রাত ১০টার দিকে স্থানীয়রা উত্তরপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিফাতের গলায় হাতের আঙ্গুলের দাগ ছিল।

গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, সিফাতের মৃত্যুকে গুরুত্ব দিয়ে রহস্য উদঘাটনে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। মরদেহ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ইউ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত