Homeদেশের গণমাধ্যমেধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবিতে বিক্ষোভ

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবিতে বিক্ষোভ


ধর্ষক ও নিপীড়কদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭ টায় ক্যাম্পাসের জোহা চত্বর থেকে শুরু হয়ে পশ্চিমপাড়া নারী শিক্ষার্থীদের হল প্রদক্ষিণ করে ফের জোহা চত্বরে এসে বিক্ষোভে মিলিত হন। আন্তর্জাতিক নারী দিবসকে প্রতিপাদ্য করে নারীদের ওপর হওয়া দমন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে উঠেন নারী শিক্ষার্থীরা।

এসময় ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার বোন ধর্ষিতা কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘ধর্ষকের শাস্তি মৃত্যু মৃত্যু, বিচার বিচার বিচার চাই’ ধর্ষকের বিচার চাই, অ্যাকশন অ্যাকশন রাবিয়ানদের অ্যাকশন, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকের কবর দে’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই করো’, ‘আসিয়ার কান্না, তনুর কান্না, খাদিজার কান্না, আর না আর না’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল চলাকালে বাংলা বিভাগের শিক্ষার্থী নিশা আক্তার বলেন, ‘আজ বিশ্ব নারী দিবস উদযাপন করা হচ্ছে অথচ এ দেশে কি না নারীরা অরক্ষিত যেখানে আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ করা হচ্ছে এবং ধর্ষকের কোনো শাস্তি হচ্ছে না। রাতে আমরা টিউশন করে ফিরতে গেলে রিকশাওয়ালা আমাদের দেখে ইভটিজিং করে, বাসে আমরা হয়রানির শিকার হই, আমরা আসলে কোথাও নিরাপদ না। আমরা চাই নারীরা জেগে উঠুক এবং আমাদের ভাইয়েরা আমাদের সাহায্য করবে যাতে আমরা অনিরাপদ বোধ না করি এবং আমরা চাই ধর্ষকের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘জুলাই বিপ্লবের ইতিহাস থেকে রাজশাহীকে কখনই মুছে ফেলা যাবে না। তার সবচেয়ে বড় অবদান আমাদের এ বাঘিনী কন্যাদের। আবারও তারা জেগে উঠেছে এর মাধ্যমে আমরা পূর্বাভাস পাচ্ছি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারবো।’

হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটছে। কুমিল্লার তনু থেকে শুরু করে আজকে আছিয়ার ধর্ষণ, কিন্তু কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাইনি। আজ পর্যন্ত দেশের কোনো সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী ধর্ষকের পরিপূর্ণ শাস্তি কার্যকর করতে পারেনি। এটা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। আমি এ অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা যদি ধর্ষকের শাস্তি দিতে না পারেন জনগণের হাতে ছেড়ে দেন। আমার মা-বোনের ধর্ষকের শাস্তি নিশ্চিত করবে।

বিক্ষোভ মিছিলে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং ধর্ষকের শাস্তি চেয়ে স্লোগান দিতে থাকেন।

মনির হোসেন মাহিন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত